রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

সংসদ সদস্যের নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত


২ ফেব্রুয়ারি ২০২৪, ৩:৪৯ অপরাহ্ণ 

সংসদ সদস্যের নির্বাচন পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ফরিদপুরের সালথা উপজেলা যদুনন্দী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে সংগঠনের সভাপতি মোঃ আব্দুর রব মোল্লার সভাপতিত্বে  নির্বাচন পরবর্তী এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার বিকেল চারটায় যদুনন্দী নবকাম পল্লী কলেজ মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে‌ শাহাদাব আকবর লাবু চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় যদুনন্দী ইউনিয়ন আওয়ামিলীগের নেতৃবৃন্দের সাথে নির্বাচনী পরবর্তী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য  শাহাদাব আকবর লাবু চৌধুরী। অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মিয়া, চরযশোরদী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি মোঃ কামরুজ্জান ফকির মিয়া, সালথা শ্রমিকলীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহীন, সালথা শ্রমিকলীগের সভাপতি মোঃ সেলিম মোল্লা,যদুনন্দী ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন সহ  ইউনিয়ন আওয়ামিলীগের অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি নবনির্বাচিত সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী যদুনন্দী ইউনিয়নের সকল নেতৃবৃন্দ ও জনগনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ও আগামীদিনে সুখে দুঃখে সবসময় পাশে থাকার প্রতিজ্ঞা ব্যক্ত করেন। এছাড়া তিনি সকল স্তরের নেতৃবৃন্দকে সকল ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধ ভাবে শেখ হাসিনার পক্ষে উন্নয়নের ধারা বজায় রাখার জন্য কাজ চালিয়ে যেতে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন।