শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

ফরিদপুরে শুরু হচ্ছে জসীম পল্লী মেলা


১ ফেব্রুয়ারি ২০২৪, ৭:০২ অপরাহ্ণ 

ফরিদপুরে শুরু হচ্ছে জসীম পল্লী মেলা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ফরিদপুরে আগামীকাল শুক্রবার (২রা ফেব্রুয়ারি) থেকে শুরু হচ্ছে জসীম পল্লী মেলা। পল্লী কবি জসীম উদ্দীন এর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত পক্ষকালব্যাপী এ মেলা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত। ফরিদপুর জেলার শহরতলীর গোবিন্দপুর গ্রামে পল্লী কবির বাড়ির আঙ্গিনায় কুমার নদের পাড়ে বসছে জসীম পল্লী মেলা। মেলাকে ঘিরে ফরিদপুরে চলছে উৎসবের আমেজ। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জসীম ফাউন্ডেশনের আয়োজনে মেলার প্রস্তুতি প্রায় সম্পন্ন। প্রতিদিন সন্ধ্যায় মেলার মূল মঞ্চে পরিবেশিত হবে পল্লী কবির রচিত গান, গীতিনাট্য সহ লোকসংস্কৃতি। মেলায় দেশীয় বিভিন্ন পণ্যের পাশাপাশি বিনোদনের জন্য থাকছে সার্কাস, নাগরদোলা সহ নানা আয়োজন।

আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সরেজমিনে গেলে দেখা যায়, স্টল তৈরির কাজ শেষ। কবির বাড়ি, মাজার, পথ ঘাট রং ও সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে। মেলায় ২শ' টি স্টলে থাকবে গ্রামীন সংস্কৃতির সাথে মিশে থাকা নিত্য প্রয়োজনীয় নানা পণ্য। বিনোদনের জন্য সার্কাস, নাগরদোলা, নৌকা, মৃত্যু কুপসহ শিশুদের জন্য বিভিন্ন রাইডস। স্থানীয়রা জানান, মেলা প্রাঙ্গনে যাওয়ার রাস্তাটি অন্যান্য রাস্তার তুলনায় শরু হওয়ায় ভোগান্তিতে পড়তে হয় আগত দর্শনার্থীদের। সড়কটি মেরামত ও প্রসস্থ করার দাবি তাদের।

জসীম ফাউন্ডেশন এর সভাপতি এবং ফরিদপুর জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার জানান, মেলায় আগতদের নিরাপত্তা নিশ্চিত ও আয়োজন সফল করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আগামীকাল শুক্রবার (২রা ফেব্রুয়ারি) থেকে পল্লীকবির স্মরণে ১৯ দিন ব্যাপী জসিম পল্লী মেলা অনুষ্ঠিত হবে। যেখানে গ্রামীন সংস্কৃতির নানা আয়োজনসহ বিভিন্ন ধরণের পণ্যের স্টল বসবে।

এ উপলক্ষে আশেপাশে ১৫টি জেলা থেকে ব্যবসায়ীরা তাদের পণ্য নিয়ে আসবে। বিগত বছর গুলোর তুলনায় সেরা আয়োজন হবে এ বছর। মেলা চলাকালীন ৮০ লক্ষ থেকে প্রায় কোটি লোকের সমাগম ঘটবে। সাধারণত প্রতিবছর পহেলা জানুয়ারি কবির জন্মদিনের স্মরণে এই মেলার আয়োজিত হয়ে থাকতো। তবে এবছর নির্বাচনের কারণে সেটা সম্ভব হয়নি। তাই আগামী বছর থেকে কবির জন্মদিন থেকে ১ মাস ব্যাপী মেলার আয়োজন করা হবে। মেলায় আগতদের জন্য সকল ধরনের নিরাপত্তার ব্যবস্থা থাকবে। যাতে সকলে নির্বিঘ্নে মেলাটি উপভোগ করতে পারে।