শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন


১ ফেব্রুয়ারি ২০২৪, ৫:০৫ অপরাহ্ণ 

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বগুড়ার শেরপুরে বাঙালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদ ও বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। আজ বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার খানপুর ইউনিয়নের বরইতলি বাজার এলাকায় এ মানববন্ধন করেন তারা।

মানববন্ধন চলাকালে প্রান্তিক কৃষকেরা জানান, এলাকার বেশ কয়েকজন প্রভাবশালী নামধারীরা অবৈধভাবে বালু উত্তোলন করছে। বালু উত্তোলনের ফলে এখানকার বাড়িঘর ও শত শত বিঘা আবাদী জমি বিলীন হয়েছে। এ অবস্থা চলতে থাকলে গ্রামের বাড়ি-ঘর, জমি-জমা নদী গর্ভে বিলীন হবে।

তারা আরও জানান, অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত হওয়া ড্রাম ট্রাক ব্যবহারেও নেই সর্তকতা। রাস্তা ঘাটে ধুলা বালি দিয়ে জঘন্য অবস্থা বিরাজ করছে গ্রামে। দূর্ঘটনার আশঙ্কায় শিক্ষার্থীরাও স্কুলে যেতে ভয় পায়।

মানববন্ধনে এসব কথা উল্লেখ করে বক্তব্য রাখেন এলাকার কৃষক আবদুল খালেক, ফিরোজ আহমেদ, আশরাফ আলী, আবদুল জলিল, সাব্বির বাবু, মিন্টু, ময়নুল ইসলাম, খোকন চৌধুরী, মোহাম্মদ, আবদুল রশিদ প্রমুখ। এসময় তারা অবৈধ বালু উত্তোলন বন্ধের জোর দাবি জানান।

এবিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।