
বগুড়ায় ফ্রিল্যান্সারকে অপহরনের দায়ে সাব-ইন্সেপেক্টরসহ পুলিশ আটক
২৩ আগস্ট ২০২৩, ১১:২৫ পূর্বাহ্ণ
কু-প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ঝালকাঠি সদর হাসপাতালের শাজমিন জাহান (৩৮) নামের এক সিনিয়র নার্সকে ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত্ব। বুক,পেটসহ শরীরের কয়েকটি স্থানে যখম হয়ে তিনি এখন সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (২২ আগষ্ট) ভোর ৬টার দিকে ঝালকাঠি জেলা সদর হাসপাতালের নার্স স্টাফ কোয়াটারের রাস্তার ওপর এ ঘটনা ঘটে। তবে লিখিত অভিযাগ দিলেও পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারে নাই। আহত শাজমিন জাহান ঝালকাঠি সদরের বাসন্ডা ইউনিয়নের চামটা গ্রামের রেজাউল হাসানের স্ত্রী।
আহত নার্স শাজমিন জাহান ও তার স্বামী রেজাউল হাসান বলেন, ভোর সাড়ে ৬টার দিকে শাজমিন জাহান নিজের কোয়াটার থেকে বের হয়ে সদর হাসপাতালের কম্পাউন্ডে হাটতে বের হন। এসময় মুখোশ পড়া এক দূর্বত্ত তার পথরোধ করে কু-প্রস্তাবসহ অশালীন ভাষায় নানা রকম কথা বলে। তাতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে ছুরি দিয়ে নার্স শাজমিনকে এলোপাতারি কুপিয়ে আহত করে। এসময় শাজমিন চিৎকার করলে ওই দুর্বৃত্ত্ব পালিয়ে যায়। আহত নার্স শাজমিনকে সদর হাসপাতলে নিয়ে ভর্তি করা হয়। এ ঘটনায় ভুক্তভুগী পরিবারের সদস্যরা আতঙ্কিত।
ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মেহেদী হাসান সানি বলেন, আহত নার্স শাজমিনের শরীরের কয়েকটি স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। বর্তমানে তিনি শংকামুক্ত রয়েছেন বলেও জানান আবাসিক মেডিকেল অফিসার।
এদিকে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, এ ঘটনায় আহত নার্স সদর থানায় লিখিত অভিযোগ করেছেন। আশপাশের সিসিটিভির ফুটেজ দেখে তদন্ত করে ওই দুর্বৃত্ত্বকে আটকের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।