রবিবার, ১৬ মার্চ, ২০২৫

ভোলাহাটে ফেন্সিডিলসহ কুখ্যাত ডাকাত গ্রেফতার


১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ণ 

ভোলাহাটে ফেন্সিডিলসহ কুখ্যাত ডাকাত গ্রেফতার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

গোয়েন্দা সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ এবং ভোলাহাট থানার সীমান্তবর্তী কোন একটি স্থান হতে গতকাল বুধবার (৩১ জানুয়ারি) গভীর রাতে মাদকের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে।

সংবাদ পাওয়ার সাথে সাথে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর আভিযানিক দল উক্ত এলাকায় গমন করে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে অভিযান চালায়।

সারা রাত ও সকাল পর্যন্ত র‌্যাবের গোয়েন্দা দল উক্ত এলাকায় অবস্থান নিয়ে থাকে। আজ বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ৬ ঘটিকায় তথ্য পাওয়া যায় যে, ধৃত আসামীর হেফাজতে মাদকের বড় চালানটি রয়েছে। উক্ত সংবাদ পাওয়ার সাথে সাথে আভিযানিক দল আসামীর বাড়ীতে গেলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বাড়ী হতে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাবের সদস্যরা আসামীকে ধাওয়া করে বাড়ী হতে আনুমানিক ৫০০ মিটার দূরে আটক করে। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদে মাদকের চালান গ্রহণের বিষয়টি স্বীকার করে। পরবর্তীতে আসামী এবং উপস্থিত সাক্ষী সহ আসামীর দেখানো তার বাড়ীর অদূরে একটি গম ক্ষেতের মধ্যে গাছের ডাল পালা দিয়ে ঢাকা অবস্থায় ৬৮১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা প্রায়শই ১০/১২ জন মিলে সীমান্তবর্তী এলাকা থেকে একইভাবে মাদকের চালান বাংলাদেশের ভিতরে এনে রাজশাহী জেলা সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। এই সংঘবদ্ধ চক্রের বাকি সদস্যদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন ফতেপুর এলাকায় পরিচালনা করে কুখ্যাত ডাকাত সরদার মো. নুর আলমকে ৬৮১ বোতল ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীর নামে পূর্বে ০১টি হত্যা মামলা, ০১টি ডাকাতি মামলা, ০১টি মারামারি মামলা এবং ০১টি বিস্ফোরক মামলা রয়েছে। তাকে গ্রেফতারে স্থানীয় লোকজন সন্তোষ প্রকাশ করেছে।

উপরোক্ত ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানায় মামলা রুজু করা হয়েছে।