উচ্চশিক্ষায় আগ্রহী কুবি শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছেন মেরী
বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
৩১ জানুয়ারী ২০২৪, ৪:২৭ অপরাহ্ণ
তীব্র শীতে কাঁপছে গাইবান্ধা। এরকম অবস্থায় পাশে দাঁড়াচ্ছেন শাহ ফাউন্ডেশন ও গাইবান্ধা সোসাইটি অব আমেরিকা। তাদের সহযোগীতায় গরীব, অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
আজ বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে শহরের দাড়িয়াপুরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। পর্যায়ক্রমে গাইবান্ধা জেলার ১ হাজার শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে। এসময় বক্তব্য রাখেন ঘাগোয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর জামান রিংকু, জেলা মহিলা পরিষদেও সাধারণ সম্পাদক রিকতু প্রসাদ ,আব্দুল মান্নান সরকার, নুর খালেকুজ্জামানসহ অন্যরা।
আয়োজকরা জানান, তারা সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। যেকোনো দু:সময়ে তারা অসহায়দের পাশে দাঁড়ান। এবারের প্রচন্ড শীতে মানুষের ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই শীতার্তদের শীত নিবারণের জন্য তাদের এই প্রয়াস। আগামীতেও তাদের এই কর্মকান্ড অব্যাহত থাকবে।