ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো'র ১০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক র্যালি
রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
৩০ জানুয়ারী ২০২৪, ৮:৩৩ অপরাহ্ণ
নরসিংদীর মনোহরদী ও বেলাব উপজেলায় পরিবেশ দূষণ ও পরিবেশগত ছাড়পত্র না থাকার অভিযোগে চারটি ইটভাটাকে মোট ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেসা আক্তার বিভিন্ন ইটভাটায় অভিযান চালিয়ে এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ নাজমুল হুদা।
জরিমানা ইটভাটা গুলো হলো- মনোহরদী উপজেলার চন্ডিচলা এলাকার বড়চাপার বি আর বি ব্রিকস, একই এলাকার মেসার্স শামীম কনস্ট্রাকশন, বেলাব উপজেলার সল্লাবাদ এলাকার পিএসবি ব্রিকস এবং একই এলাকার ন্যাশনাল ব্রিকস। তাদের প্রত্যকটিকে তিন লক্ষ টাকা করে মোট ১২ লক্ষ টাকা জরিমানা করেন।
এ সময় নরসিংদী জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক শেখ মো. নাজমুল হুদা, সহকারী পরিচালক মো. মুনসুর মোল্লা, সহ পুলিশ, আনসার ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।