রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

নোয়াখালীতে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ দুজন আটক


৩০ জানুয়ারী ২০২৪, ৮:০৭ অপরাহ্ণ 

নোয়াখালীতে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ দুজন আটক
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নোয়াখালীতে অভিযান চালিয়ে সাড়ে ৩ হাজার ইয়াবাসহ দুজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে সদর উপজেলার এ ওয়াজবালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শাহজাহান সর্দারের বাড়ি থেকে তাঁদের আটক করা হয়।

আটক দুজন হলেন শাহজাহান সর্দার বাড়ির জাকির হোসেন খান (৫৫) ও জাকির হোসেন খানের ছেলে বাদশা খান (৩৪)। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্দুল হামিদ আরও বলেন, ‘আসামিদের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।’