শনিবার, ২ নভেম্বর, ২০২৪

দুর্ঘটনা প্রতিরোধে সড়কের গতিরোধক রঙ করলো যবিপ্রবি ছাত্রলীগ


দুর্ঘটনা প্রতিরোধে সড়কের গতিরোধক রঙ করলো যবিপ্রবি ছাত্রলীগ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

দুর্ঘটনা রোধে রাস্তার গতিরোধক রঙ করেছে ছাত্রলীগ। গতকাল রাতে ছাত্রলীগের একদম কর্মী চৌগাছা সড়কের বিশ্ববিদ্যালয়ের সামনের গতিরোধক রঙ করে। নিরাপদ সড়কের দাবিতে এবং সড়ক দুর্ঘটনা কমাতে এই উদোগ্য নেয়া হয়েছে বলে জানা গেছে। এর আগে ২০২৩ সালে এই সড়কেই এক যবিপ্রবি শিক্ষার্থী প্রাণ হারান এবং এর পর একাধিক বার শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রশাসন এমনকি সড়ক বিভাগে অবস্থান কর্মসূচী পালন করলেও কেবল গতিরোধক ই হয়েছে গতি নিয়ন্ত্রণ সম্ভব হয়নি। ছাত্রলীগ সূত্রে জানা গেছে সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্দেশনা অনুযায়ী তারা এই গতিরোধক রঙ করেছে।

এ বিষয়ে বিস্তারিত জানতে যবিপ্রবি শাখা ছাত্রলীগ সভাপতি সোহেল রানার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান ভাষা আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম সহ সব সময় ছাত্রলীগ অগ্রনী ভুমিকা পালন করেছে। তিনি বলেন যবিপ্রবি শাখা ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের সাথে আছে ছিল থাকবে। সকল নায্য দাবি নিয়ে সবসময় সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

যবিপ্রবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর ফয়সাল জানান ছাত্রলীগের এ ধরনের কর্মকাণ্ডকে তিনি স্বাগত জানান। দেশের বিভিন্ন সংকটে ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে ছিল। যবিপ্রবির ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীদের দাবি আদায়ে সোচ্চার ছিল। তিনি আরও জানান শিক্ষার্থীদের বিভিন্ন দাবি নিয়ে ছাত্রলীগ ইতিমধ্যেই প্রশাসন বরাবর স্মারক লিপি দিয়েছে। কিছু দাবি বাস্তবায়ন হয়েছে কিছু এখনো হয়নি। প্রশাসনের সাথে আলোচনা করে বাকি দাবি গুলোও পূরণ করা হবে।

এদিকে যবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. ইকবাল কবির জাহিদ ছাত্রলীগের এ ধরনের কর্মকান্ডের প্রশংসা করেছেন এবং বলেছেন ছাত্রলীগের এ ধরনের  কাজ খুবই প্রশংসনীয় এবং ভবিষ্যতে ছাত্রলীগ এ ধরনের কর্মকান্ডের মাধ্যমে  দেশ জাতির কল্যাণে কাজ করে যাবে বলে আমি প্রত্যাশা করি। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে ছাত্রলীগকে অবশ্যই সাধারণ  শিক্ষার্থীদের সাথে নিয়ে ভাল কাজ করার প্রতি জোর দিতে হবে৷ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যেতে হবে।