সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

রাবির নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১০ শ্রমিক আহত


৩০ জানুয়ারী ২০২৪, ৭:৫৯ অপরাহ্ণ 

রাবির নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১০ শ্রমিক আহত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নির্মাণাধীন শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান হলের একটি ছাদ ধসে পড়েছে। আজ মঙ্গলবার (৩০জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছে বলে জানিয়েছেন প্রক্টর অধ্যাপক আসাবুল হক।

তিনি বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে কামারুজ্জামান হলে আসি। এখন পর্যন্ত ১০জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। আরো কিছু শ্রমিক চাপা পড়ে থাকতে পারে। তাদের উদ্ধার কাজ চলমান রয়েছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দফতর সূত্রে জানা যায়, শহীদ এএইচএম কামারুজ্জামান হলে ৩০ ফিট উচ্চতার একটি অডিটোরিয়াম নির্মাণের কাজ চলছিল। গতকাল অডিটোরিয়ামের ছাদের ঢালায় সম্পন্ন হয়। তবে হঠাৎ আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি)  দুপুরে শার্টারিং ধসে পড়ে। এতে বেশ কয়েকজন  কর্মরত শ্রমিকরা চাপা পড়ে। এদের মধ্যে ১০-১২ জনকে উদ্ধার করা হয়েছে।

জানতে চাইলে কামারুজ্জামান হলের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আবু বক্কর বলেন, গতকাল সোমবার (২৯ জানুয়ারি) হলের অডিটোরিয়ামের ছাদের ঢালাই ছিল। সে ঢালাইয়ে কোনো অনিয়ম ছিল। তাই ধসে পড়েছে।

তিনি আরও বলেন, আমরা থাকা পর্যন্ত সব কিছু ভালোই ছিল। ছাদের ঢালাই একটা চলমান প্রক্রিয়া।

সার্বিক বিষয়ে প্রকল্প পরিচালক খন্দকার শাহরীয়ার বলেন, আমি রাজশাহীর বাইরে রয়েছি। তবে নির্মাণাধীন হলের একটা অডিটোরিয়ামের কাজ চলছিল, সেটার শার্টারিং ধসে পড়ে প্রায় ১০জন শ্রমিক আহত হয়েছে বলে শুনেছি।