বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

১৫২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার


৩০ জানুয়ারী ২০২৪, ৫:৪১ অপরাহ্ণ 

১৫২ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ফরিদপুর জেলায় অভিনব কায়দায় ফেনসিডিল বহন কালে মধুখালী হতে ১৫২ বোতল ফেনসিডিল সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া ‌ মাদক বহনে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গতকাল সোমবার (২৯ জানুয়ারি) বিকালে র‌্যাব-১০ এর গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন সেনখালী ব্রীজ সংলগ্ন এলাকায় একটি অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৫২ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মো. জাবেদ আলী (৩৮), পিতা-মো. আবেদ আলী, সাং-দর্শনা কলেজ পাড়া, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা ও বাক প্রতিবন্ধি মো. ইকবাল হোসেন (২৫), পিতা-মো. নবী মিয়া, সাং-পুরাতন বাজার, থানা-দর্শনা, জেলা-চুয়াডাঙ্গা বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক বহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল জব্দ এবং ১টি ব্যাগ ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকা ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।