
ফরিদপুরে ছাত্রদলের সভাপতি রাশেদ খানের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
২৯ জানুয়ারী ২০২৪, ৬:২১ অপরাহ্ণ
"বিজ্ঞান ও প্রযুক্তি,উদ্ভাবনেই সমৃদ্ধি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞানমেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৯ জানুয়ারি) শেখ তন্ময় মিলনায়তনে কচুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞানমেলা ৮ম বিজ্ঞান অলিম্পিয়ার্ড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জির সভাপতিত্বে, উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা সরোয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ফিরোজ আহম্মেদ, কচুয়া থানা অফিসার ইনচার্জ মো. মহসীন হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মানিক অধিকারী। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও বিজ্ঞান বিষয়ক শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিন উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের বিজ্ঞান বিষয়ক প্রদর্শিত বিভিন্ন আবিষ্কারের স্টল পরিদর্শন করেন এবং বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠানকে পুরস্কার বিতরণ করেন।