স্মরণ সভা-দোয়া মাহফিল ও শিক্ষকের বিদায় সংবর্ধণা
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
২৯ জানুয়ারী ২০২৪, ১১:৫৫ পূর্বাহ্ণ
ঢাকায় শুরু হয়েছে ২৮ তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডি আই টি এফ) ২০২৪। প্রত্যেক বছরের ন্যায় এবারের এই বাণিজ্য মেলায় ও সাধারণ যাত্রীদের যাতায়াতের জন্য "বিআরটিসি" বাস সার্ভিস চালু করা হয়েছে। তবে এবার বিআরটিসি নতুন রূপে সার্ভিস গুলো সাজিয়েছে। বাণিজ্য মেলার বাইরেই বিআরটিসি এর বুথ করা হয়েছে। সেখানে সার্বক্ষণিক ব্যবস্থাপকরা থাকছেন এবং মনিটরিং করছেন।
বিআরটিসি এর এবারের রুট গুলো হলো- কুড়িল বিশ্বরোড টু বাণিজ্য মেলা, ফার্মগেট-খেজুর বাগ টু বাণিজ্য মেলা, নারায়ণগঞ্জ টু বাণিজ্য মেলা ও নরসিংদী টু বাণিজ্য মেলা।
বিআরটিসি এই সার্বক্ষণিক এর সার্ভিস সম্পর্কে জানতে গেলে "বিআরটিসি" এর ব্যবস্থাপক ও কারিগরি মোস্তাফিজুর রহমান আজকের প্রসঙ্গ প্রতিনিধিকে জানান, তারা গত ২০২২,২৩ এবং ২৪ এ এই বাস সার্ভিস গুলো চালু করেছেন। গত বছর গুলোর থেকেও এবছরে আরও জাঁকজমকপূর্ণ ভাবে বিআরটিসি এর এই সার্ভিস দেওয়া হচ্ছে এবং এবছর বিআরটিসি এর বুথ করা হয়েছে। তাছাড়া সার্বক্ষণিক তদারকী করছেন যেন যাত্রীদের কোন ভোগান্তি না হয়। অভিযোগ পেলেই সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন।
এর আগে গত ২১ শে জানুয়ারি মাসব্যাপী ২৮তম আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্ভোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।