শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
কক্সবাজারে প্রতিমন্ত্রী পলক

দ্বীপে, পাহাড়ে দেয়া হবে ইন্টারনেট সেবা; স্মার্ট হবে ডাকঘর


২৮ জানুয়ারী ২০২৪, ৮:৪৪ অপরাহ্ণ 

দ্বীপে, পাহাড়ে দেয়া হবে ইন্টারনেট সেবা; স্মার্ট হবে ডাকঘর
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন কুতুবদিয়া সেন্টমার্টিন সহ কক্সবাজারের পাহাড়ি দুর্গম অঞ্চলও উচ্চ গতির ইন্টারনেট সেবার আওতায় আনা হবে খুব শীঘ্রই।

রোববার বিকল ৪টায় কক্সবাজার শহরের ডাকঘর ও বিটিসিএল এর একচেঞ্চ অফিস এবং টেলিটকের কাস্টমার কেয়ার সেন্টার পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন।

এসময় পলক আরো বলেন দেশের প্রতিটি ডাকঘরকে উন্নত, আধুনিক, স্মার্ট ডাকঘরে পরিণত করা হবে একই সাথে বিটিসিএল ও টেলিটকের সেবার মান বাড়াতে কাজ করে যাচ্ছে সরকার।

পরিদর্শনের সময় ডাকঘর, বিটিসিএল ও টেলিটকের সরকারি কর্মকর্তার উপস্থিত ছিলেন। এর আগে প্রতিমন্ত্রী সেন্টমার্টিনের ২০শয্যা বিশিষ্ট হাসপাতালের টেলিমেডিসিন বিভাগের কার্যক্রম এবং ডাক অধিদপ্তরের আওতায় জরাজীর্ণ ডাকঘর সংস্কার বা পুনর্বাসন শীর্ষক প্রকল্প কর্তৃক চলমান সেন্টমার্টিন সাব-পোস্ট অফিস পুনর্নির্মাণ কাজ পরিদর্শন করেন।

উল্লেখ্য, দুই দিনের কক্সবাজার সফর শেষে সন্ধ্যা ৬ টায় তিনি বিমানযোগে কক্সবাজার ত্যাগ করেন।