খুকৃবিতে "জুলাই শহীদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট" উদ্বোধন
শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
২৮ জানুয়ারী ২০২৪, ৭:৩৯ অপরাহ্ণ
বেরোবি ক্যাম্পাসে শীত উৎসব উদযাপন | ছবি: আজকের প্রসঙ্গ
গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন |
রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে শীত উৎসব উদযাপিত হয়। ইয়ুথ অ্যাওয়ার্ড- ২০২৩ পুরষ্কার প্রাপ্ত প্রতিষ্ঠান 'টঙের গান'র উদ্যোগে এই শীত উৎসবের আয়োজন করা হয়।
আজ (২৮শে জানুয়ারি, রবিবার) বিকাল ০৩ টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে উক্ত উৎসবের শুভ উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, টঙের গানের পরিচালক মো. মাহমুদুল হাসান আবির মিয়া। তিনি বলেন, "আমরা লোকসংগীতের প্রচার ও প্রসার নিয়ে কাজ করে থাকি, মানুষকে দেশের সংস্কৃতির সঙ্গে এক বন্ধনে আবদ্ধ করতে এবং শিশু শিক্ষা, নারীর অধিকার ও নিরাপত্তা, বাল্য বিবাহ, স্বাস্থ্য বিষয়ক সচেতনতা সৃষ্ট সহ সামাজিক সচেতনতা মূলক আরও বেশ কিছু কার্যক্রম আমরা পরিচালনা করে থাকি। শীত উৎসব আমাদের বাঙালি সংস্কৃতির একটা অংশ। আজকের শীত উৎসবে আমরা বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী পিঠা-পুলি সমূহ তুলে ধরতে চাই।"
সরজমিনে স্বাধীনতা স্মারক মাঠ ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাহারি পিঠা-পুলির ষ্টল খুলে বসেছেন। সেখানে দুধ চিতই, মালপোয়া, কাপ কেক, পাটি সাপটা, গোলাপ পিঠা, জামাই পিঠা, নুনিয়া, নারিকেল পাক্কন, শামুক পুলি, সূর্যমুখী পুলি, কুমড়াপটাস, দুধ পাকন সহ হরেক রকমের পিঠা-পুলির আসর বসেছে। গ্রিন ইকো বেরোবি শাখা, পিঠা বাহার, গণিত বিভাগ, পিঠা কুঞ্জ, স্বাধের বাহার, টঙের গান, বৃত্তর ফরিদপুর ছাত্র কল্যাণ পরিষদ, ব্যাচেলর পয়েন্ট, ৩১০ বঙ্গমাতা হল ইত্যাদি নামে বিভিন্ন ষ্টল খোলা হয়।
শীত উৎসব সম্পর্কে জানতে চাইলে পিঠা বাহারের সদস্য ফারহান তাসনিম ইমি বলেন, "আজকের এই আয়োজনে আমরা অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বাসিত। আমাদের বানানো পিঠা ক্রেতারা পছন্দ করেছে এতে আমাদের কষ্টের ফল সার্থক হয়েছে। ধন্যবাদ জানাতে চাই টঙের গান'কে তাদের আয়োজনে আজকের এই শীত উৎসব"।
এরপর লোকসংস্কৃতি অনুষ্ঠান: লোকসংগীত, নৃত্য পরিবেশন, গান, কৌতুক ও রম্য বিতর্ক অনুষ্ঠানের মাধ্যমে শীত উৎসব উদযাপন শেষ হয়।