রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

কলাপাড়ায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা


২৮ জানুয়ারী ২০২৪, ৬:২৫ অপরাহ্ণ 

কলাপাড়ায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পটুয়াখালীর কলাপাড়ায় অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, মূল্য তালিকায না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষনের দায়ে পাঁচ ব্যবসায়ীকে ২৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে পৌর শহরের ফেরিঘাট এবং নতুন বাজার এলাকায় ব্যবসায়ীদের এ জরিমানা করা হয়। এরা হলো- রুচিতা হোটেল আট হাজার টাকা, আজাদ মেডিকেল হল পাঁচ হাজার টাকা, মা-বাবার দোয়া মেডিকেল হল সাত হাজার টাকা, চব্বিশ ঘন্টা মেডিকেল হল পাঁচ হাজার টাকা ও তাজউদ্দীন মৃধার মুদি দোকানে দুই হাজার টাকা।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, ভোক্তা সংরক্ষন অধিদপ্তর পটুয়াখালী জেলার সহকারী পরিচালক মো. শাহ সোয়াইব মিয়া, তার সহযোগিতায় ছিলেন, স্যানিটারী ইন্সপেক্টর মৃনাল চন্দ্র দেবনাথ।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা মো.শাহ সোয়াইব মিয়া জানান, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি, মূল্য তালিকা না থাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষন সহ বিভিন্ন অপরাধে পাঁচ ব্যবসায়ীকে এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।