জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন সুলতানা রাজিয়া
রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
২০ আগস্ট ২০২৩, ৬:০৭ অপরাহ্ণ
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চম্পাপুর ইউনিয়নের বহুল আলোচিত দেবপুর বেড়িবাধে আজ বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ বাংলাদেশের উদ্যোগে প্রায় এক হাজার তাল গাছের চারা রোপন করা হয়েছে।
চম্পাপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃমাহবুব আলম বাবুল মৃধা তালগাছের চারা গাছ রোপন করেন । এ সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ রিজিওনাল কো-অর্ডিনেটর জনাব মোঃ আতিকুল ইসলাম, ফ্রেন্ডশিপ কলাপাড়া উপজেলা শাখার ম্যানেজার জনাব মোঃনজরুল ইসলাম।
চেয়ারম্যান মহোদয় বলেন,প্রাকৃতিক দুর্যোগ বজ্রপাত থেকে তালগাছ রক্ষা করে।তাই তালগাছের চারা রোপন করা হয়েছে। এছাড়া বেড়িবাঁধ রক্ষায় তালগাছ খুবই কার্যকরী।
এসময় আরও উপস্থিত ছিলেন,চম্পাপুর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি সাদিকুর রহমান সজিব,সাংগঠনিক সম্পাদক বায়েজিদ ও স্থানীয় জনগণ।