রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

৪২ কেজি গাঁজা ও ইয়াবাসহ নরসিংদীতে গ্রেফতার ৭


২৭ জানুয়ারী ২০২৪, ৬:১৪ অপরাহ্ণ 

৪২ কেজি গাঁজা ও ইয়াবাসহ নরসিংদীতে গ্রেফতার ৭
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নরসিংদী জেলা পুলিশের বিভিন্ন ইউনিট কর্তৃক পরিচালিত অভিযানে গত ২৪ ঘন্টায় ৪২ কেজি গাঁজা, ২ বোতল ফেন্সিডিল ও ১৭৭ পিস ইয়াবা উদ্ধারসহ মোট ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিভিন্ন অপরাধে মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়।

নরসিংদী জেলা পুলিশের পক্ষ থেকে আজ শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে প্রেস রিলিজের মাধ্যমে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।

প্রেস রিলিজে বলা হয়েছে, গত ২৪ ঘন্টায় নরসিংদী জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা ও জেলা গোয়েন্দা শাখা পরিচালিত বিশেষ অভিযানে ৪২ কেজি গাঁজা, ২ বোতল ফেন্সিডিল ও ১৭৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ বিভিন্ন অপরাধে মোট ২৪ জনকে গ্রেফতার করা হয়।

এরমধ্যে গোয়েন্দা শাখা গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে নরসিংদী মডেল থানাধীন কাউড়িয়াপাড়া এলাকা থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধারসহ মো. পনির (৩৫) নামের ১ জনকে গ্রেফতার করে।

এছাড়া নরসিংদী মডেল থানা কর্তৃক গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) ২০২৪ সকাল ১০টায় বাউল পাড়া এলাকা থেকে ২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আকাশ চন্দ্র দাস (২৫) নামের ১ জনকে গ্রেফতার করা হয়।

এদিকে মনোহরদী থানা কর্তৃক গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় হাতিরদিয়া বাস স্ট্যান্ড এলাকা থেকে ২ কেজি গাঁজা উদ্ধারসহ বিপুল মিয়া (২৩), সাইফুল ইসলাম (২৮) নামের ২ জনকে গ্রেফতার করা হয়। অপর একটি অভিযানে মনোহরদী থানা পুলিশ চালাকচর এলাকা থেকে ১০২ পিস ইয়াবা উদ্ধারসহ রফিকুল ইসলাম (৩২) নামের ১ জনকে গ্রেফতার করে।

বেলাব থানা পুলিশ গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে কুকুরমারা এলাকা থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধারসহ মো. ওসমান গনি (৪১) নামের ১ জনকে গ্রেফতার করে। অন্যান্য ইউনিট কর্তৃক বিভিন্ন অপরাধে মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়। গতকাল শুক্রবার নরসিংদী জেলা পুলিশ মোট ১৯টি গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তি করে।