উচ্চশিক্ষায় আগ্রহী কুবি শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছেন মেরী
বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
২০ আগস্ট ২০২৩, ১:২৭ অপরাহ্ণ
বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে ইতিমধ্যেই কলকাতায় জনপ্রিয়তা পেয়েছেন বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। দুই বাংলায় নিয়মিত কাজ করছেন তিনি। সেই ধারাবাহিকতায় আরেকটি নতুন সিনেমায় তাকে অভিনয় করতে দেখা যাবে বলে খবর বেরিয়েছে।
কলকাতার বিভিন্ন গণমাধ্যম বলছে, সাংবাদিক দুলাল দে পরিচালিত একটি থ্রিলার গল্পে দেখা যাবে মিথিলাকে। টালিউডপাড়ার খবর, দুলাল দে সিনেমা পরিচালনার কাজ থামাননি। বরং, পুরোদমে এগোচ্ছে সবকিছু। সব কিছু ঠিক থাকলে খুব শিগগিরই সিনেমার শুটিং শুরু হয়ে যাবে। তবে প্রশ্ন উঠছে কী ধরনের সিনেমা বানাতে যাচ্ছেন দুলাল? এমন গুঞ্জন চলছে এখন নিয়মিত, সিনেমার জন্য সম্ভবত গোয়েন্দা গল্প বেছে নিয়েছেন পরিচালক।
গোয়েন্দার ভূমিকায় দেখা যেতে পারে বিক্রম চট্টোপাধ্যায়কে। তবে অনেকে বলছেন, গোয়েন্দার ভূমিকায় অভিনয় করতে পারেন শিলাজিৎ মজুমদারও। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে রাফিয়াত রশিদ মিথিলাকে। ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সায়ন ঘোষকে। এর আগে রেস্ট ইন প্রেমসহ একের অধিক সিরিজে অভিনয় করেছেন সায়ন।
তবে সিনেমা সংশ্লিষ্টদের কেউই এসব বিষয় নিয়ে মুখ খোলেননি। পরিচালক দুলাল বলছেন, এরকম সংবাদ অনেক দিন ধরে তিনি নিজেও শুনে আসছেন। তবে তিনি সিনেমা যে বানাচ্ছেন এটুকু স্বীকার করেছেন। কিন্তু এখনও কিছুই ঠিক হয়নি বলে দাবি তার। বিক্রমের ছবিতে অভিনয়ের কথা অস্বীকারও করেছেন তিনি।