খুকৃবিতে "জুলাই শহীদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট" উদ্বোধন
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
২৬ জানুয়ারী ২০২৪, ৬:১২ অপরাহ্ণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রো-ভিসি (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার। গতকাল বুধবার রাষ্ট্রপতির অনুমোদনক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শতরূপা তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিয়োগ দেওয়া হয়।
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১৩ (১) ধারা অনুযায়ী ড. সীতেশ চন্দ্র বাছার, ডিন, ফার্মেসি অনুষদ ও অধ্যাপক, ফার্মেসি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়-কে উক্ত বিশ্ববিদ্যালয়ের "উপ-উপাচার্য" পদে ৪ বছরের জন্য নিয়োগ দেওয়া হলো।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে’-প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
সীতেশ চন্দ্র বাছার ঢাবির ফার্মেসি বিভাগ থেকে ১৯৮৬ সালে স্নাতক (বি ফার্ম.) এবং ১৯৮৮ সালে স্নাতকোত্তর (এম ফার্ম.) পাস করেন। ১৯৯৬ সালে তিনি ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ের উপর পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৭ সালে তিনি ঢাবির ফার্মেসি বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন।বর্তমানে তিনি ফার্মেসি অনুষদের ডিন হিসেবে কার্যরত রয়েছেন।
উল্লেখ্য অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের বর্তমান আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ পদে দায়িত্ব পালন করেছেন বর্তমান ২৯তম উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি উপাচার্য হিসেবে গত বছরের ৪ নভেম্বরে দায়িত্ব গ্রহণের পর প্রো-ভিসি (শিক্ষা) পদটি শূন্য হয়।