শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

বুয়েটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


২৬ জানুয়ারী ২০২৪, ৫:৫৯ অপরাহ্ণ 

বুয়েটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হল কাজী নজরুল ইসলাম হল। গত বৃহস্পতিবার ২৫ জানুয়ারি কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সর্বোচ্চ সংখ্যক পদক অর্জন করে এই কৃতিত্ব অর্জন করে হলটি।

ছেলেদের বিভাগে কাজী নজরুল ইসলাম হল ১০টি স্বর্ণ, ৪টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ সহ সর্বমোট ১১০ পয়েন্ট অর্জন করে। দ্বিতীয় স্থানে থাকা আহসানউল্লাহ হল ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৩টি ব্রোঞ্জসহ সর্বমোট ৪৯ পয়েন্ট পায়। তৃতীয় স্থানে থাকা শেরেবাংলা হল ১টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদকের মাধ্যমে মোট ৩৭ পয়েন্ট পায়।

মেয়েদের বিভাগে সাবেকুন নাহার সনি হল ৪টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ সহ সর্বমোট ৬৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়। দ্বিতীয় স্থানে থাকা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল সমসংখ্যক স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ পদক সহ ৬৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়।

১০০ মিটার স্প্রিন্টে পুরুষের বিভাগে বিজয়ী হন কাজী নজরুল ইসলাম হলের মো. হাসনাত জামিল। মহিলাদের বিভাগে বিজয়ী হন সাবেকুন নাহার সনি হলের রাইসা তাহসিন প্রমি।

পুরো প্রতিযোগিতায় দারুণ পারফরম্যান্স দেখিয়ে সেরা অ্যাথলেটের পুরস্কার জিতে নেন হাসনাত জামিল ও রাইসা তাহসিন প্রমি।

প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার। তিনি বলেন, “ক্রীড়া হলো মানসিক ও শারীরিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বুয়েটের শিক্ষার্থীরা যেভাবে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তা প্রশংসনীয়। আমি আশা করি তারা ভবিষ্যতে ক্রীড়ায় আরও ভালো করবে।”

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, প্রধান বিচারক অধ্যাপক ড. এ. বি. এম. বদরুজ্জামান, ছাত্রকল্যাণ পরিচালক ও অ্যাথলেটিক ক্লাবের সভাপতি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং স্ব স্ব হলের প্রভোস্টরা।