খুকৃবিতে "জুলাই শহীদ স্মৃতি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট" উদ্বোধন
শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
২৫ জানুয়ারী ২০২৪, ৭:৩৮ অপরাহ্ণ
শীতের এই মৌসুমে যেন ঝেঁকে বসেছে সমুদ্র শহর কক্সবাজারে। এই মৌসুমের সর্বনিম্ন ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) এই রেকর্ড করা হয়। গত দুদিন ধরে কক্সবাজারে রোদের দেখা যেন হাওয়া হয়ে বেড়াচ্ছে। কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোহাম্মদ আব্দুল হান্নান জানান, গত মঙ্গলবার (২৩ জানুয়ারি) থেকে কক্সবাজারে কয়েকদিন ধরে ভারি কুয়াশা থাকতে পারে। আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) ও শুক্রবার (২৬ জানুয়ারি) হালকা বৃষ্টি হতে পারে।
আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত কক্সবাজারের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রার তুলনায় ঠাণ্ডার তীব্রতা অনেক বেশি।
যার কারণে আকাশ মেঘলা রয়েছে। গতকাল বুধবার (২৪ জানুয়ারি) রাতে কক্সবাজারসহ বিভিন্ন উপজেলায় হালকা বৃষ্টি দেখা দিয়েছে। এ রকম অবস্থা আরও কয়েকদিন চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে হিমেল হাওয়া আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে পর্যটন নগরী কক্সবাজারের জনজীবন বিশেষ করে বিপাকে পড়েছে স্কুলগামী শিশু ও বয়োবৃদ্ধরা। ঘন কুয়াশা উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজে যেতে বাধ্য হচ্ছেন খেটে খাওয়া দিনমজুর মানুষগুলো।
জানা গেছে, গেলো কয়েকদিন ধরে পর্যটন শহর কক্সবাজারে তেমন সূর্যের দেখা মিলছে না। আজ বুধবার (২৫ জানুয়ারি) একেবারে অন্ধকার ও ঠান্ডায় পুরো জেলা কাঁপছে। দিনে-রাতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝড়তে থাকে শীত। এর মধ্যে মৃদু বেগে ঠাণ্ডা হাওয়ায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।
ঠান্ডা ও কুয়াশা হওয়ায় সড়কে গাড়ি চলাচলের সংখ্যাও কমে গেছে। অনেক মানুষ ঘর থেকে বের হচ্ছে না।দোকানপাট,বিভিন্ন বেসরকারি অফিস দেরিতে খুলছে।পাশাপাশি ছোট-বড় যানবাহনের সংখ্যা ও তুলনামূলক কম।