![Add Image](https://ajkerprosongo.com/backend/politics_images/large/678276801b5c3-92265.jpg)
ফরিদপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে লিফলেট বিতরণ ও জনসংযোগ অনুষ্ঠিত
২৫ জানুয়ারী ২০২৪, ৫:৪৪ অপরাহ্ণ
বাংলাদেশের ততৃীয় সমুদ্র বন্দর পায়রার নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন চৌধুরী।
আজ বৃহস্পতিবার(২৫ জানুয়ারি) তিনি পায়রা বন্দরের বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেকের কাছ থেকে দায়িত্ব বুঝে নিবেন। আর বিদায়ী চেয়ারম্যান বাংলাদেশ নৌ-বাহিনীতে ফিরে যাবেন।
গতকাল বুধবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান।
এর আগে আব্দুল্লাহ আল মামুন চৌধুরী চট্রগ্রাম নৌবাহিনীর এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্বরত ছিলেন। রাষ্ট্রপতির আদেশে গত ১৪ জানুয়ারি জন প্রশাসন মন্ত্রনালয়ের উপসচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বন্দরের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়।
পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপ-পরিচালক ও মিডিয়া উইংস আজিজুর রহমান জানান, আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪ টায় বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক ও নতুন চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আব্দুল্লাহ আল মামুন সাংবাদিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এর আগে বিদায়ী চেয়ারম্যান নতুন চেয়ারম্যানকে দায়িত্বভার বুঝিয়ে দেবেন।