
নওগাঁয় কুরআনের হাফেজকে সংবর্ধনা দিলো ছাত্রশিবির
১৯ আগস্ট ২০২৩, ৪:৪৪ অপরাহ্ণ
পটুয়াখালীর কলাপাড়ায় মসজিদের জমি দখলে বাঁধা দেয়ায় সন্ত্রাসী হামলায় ২জন গুরুতর আহত হয়েছে। শুক্রবার শেষ বিকেলে উপজেলার চম্পাপুর ইউনিয়নের গোলবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা আহত মো. ফারুক তালুকদার (৪২) ও তছলিম তালুকদার (৩৮) কে উদ্ধার করে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
আহতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা যায়, মসজিদের নামে ওয়াকফ জমি দখলে বাঁধা দেয়ায় পূর্ব পরিকল্পিতভাবে আশ্রাফ আলী, কুদ্দুস, মনির ও শহিদ খানসহ প্রায় ৪০-৪৫ জনের একটি লাঠিয়াল বাহিনী দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। প্রতিরুধ করতে গেলে এতে মসজিদ কমিটি ও মুসুল্লিদের প্রায় ৩-৪ জন লোক আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় ফারুক ও তছলিম তালুকদারকে বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে।
কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলী আহম্মেদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।