শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

ধরা পড়লো ২০ কেজি ওজনের কোড়াল


২৪ জানুয়ারী ২০২৪, ৭:২৫ অপরাহ্ণ 

ধরা পড়লো ২০ কেজি ওজনের কোড়াল

পটুয়াখালীতে জেলের জালে ২০ কেজি ওজনের একটি কোড়াল মাছ ধরা পড়েছে। | ছবি: মোয়াজ্জেম হোসেন

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে শাকিল মাঝি নামের এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি কোড়াল মাছ। বুধবার দুপুরে কুয়াকাটার মেয়র বাজারে এটি নিয়ে আসা হয়। এ সময় এত বড় মাছ দেখতে ভিড় জমায় উৎসুক জনতা। পরে নিলামের মাধ্যমে ১০৫০ টাকা কেজি হিসেবে আড়তদারী সহ ২১ হাজার টাকায় মাছটি কিনে নেন শাহাবুদ্দিন ফরাজি নামের এক মাছ ব্যবসায়ী। এর আগে গতকাল দুপুরে বলেশ্বর মোহনা সংলগ্ন সাগরে মাছটি ওই জেলের জালে ধরা পড়ে।

জেলে শাকিল মাঝি জানান, বলেশ্বর মোহনা সংলগ্ন সাগরে জাল ফেলার পরে অন্যান্য মাছের সঙ্গে কোরালটি আমাদের জালে আটকা পড়ে। এর আগে কখনো এত বড় মাছ আমাদের জালে ধরা পড়েনি। পরে মাছটি জাল থেকে ট্রলারে তুলতে আমাদের অনেক বেগ পেতে হয়েছে। আমার জালে এত বড় মাছ ধরা পড়ায় আমি অনেকটা খুশি। মাছটি ভালো দামেও বিক্রি করতে পেরেছি।

মাছ ব্যবসায়ী শাহাবুদ্দিন ফরাজি জানান, মাছটি নিলামের মাধ্যমে আমি ক্রয় করেছি। কারণ আমার কাছে বড় মাছের চাহিদা রয়েছ। এটি ১৩০০ টাকা কেজি দরে পেলে বিক্রি করবো। এত বড় কোড়াল মাছ এই প্রথম কিনলাম।

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, গভীর সাগরে আরো বড় বড় মাছ রয়েছে। জেলেরা গভীর সাগরে জাল ফেললে আশা করি নিরাশ হবে না। আগের চেয়ে সাগরে মাছের উৎপাদন অনেকটা বেড়েছে। আশা করছি জেলেরা কাঙ্খিত মাছ পাবে।