বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫


২৪ জানুয়ারী ২০২৪, ৪:৫৬ অপরাহ্ণ 

শেরপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বগুড়ার শেরপুরে মাদক সহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে গত সোমবার (২২ জানুয়ারি) রাত থেকে শুরু করে গতকাল মঙ্গলবার (২৪ জানুয়ারি) ভোর পর্যন্ত উপজেলার দশটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের নিকট থেকে ১০ বোতল ফেন্সিডিল ও জুয়াসহ বিভিন্ন মামলায় তাদের কারাগারে প্রেরণ করা হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা এই তথ্য নিশ্চিত করে বলেন, জেলার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীর নির্দেশনায় ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) সজীব শাহরিনের নেতৃত্বে ওই বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী, জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিয়োগে ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেইসঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে পাঠানো হয়েছে।