ভালুকায় সেনাবাহিনীর হাতে দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
শনিবার, ২ নভেম্বর, ২০২৪
২৪ জানুয়ারী ২০২৪, ৩:৩৪ অপরাহ্ণ
রাজশাহীর বাগমারা উপজেলা তাহেরপুর বাজারে অবস্থিত আইএফআইসি ব্যাংক লিমিটেড শাখার আয়োজনে প্রতিবেশী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ব্যাংক কার্যালয়ে এই পিঠা উৎসব অনুষ্ঠান শুরু হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগমারা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাগমারা উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাড. জাকিরুল ইসলাম, রাজশাহী জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মাহাবুর রহমান, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবু বাক্কার মৃধা মুনসুর, আইএফআইসি ব্যাংকের তাহেরপুর শাখার ব্যবস্থাপক মো. আরিফুল ইসলাম, সরকারি ব্যবস্থাপক মো. নাজমুল ইসলাম, অফিসার শাহরিয়ার অর্নব,অফিসার মো. খোরশেদুল ইসলাম প্রমুখ।