জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন সুলতানা রাজিয়া
রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
২৪ জানুয়ারী ২০২৪, ১:৩৫ অপরাহ্ণ
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত রবিবার (২১ জানুয়ারি) ভারত পৌঁছেছে ইংল্যান্ড। তবে ভারতের ভিসা পাননি ইংল্যান্ডের ২০ বছর বয়সী স্পিনার শোয়েব বশির। ভিসা না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড মনে করেছিল, বিষয়টি সংযুক্ত আরব আমিরাতেই সমাধান হয়ে যাবে। তবে তা না হওয়ায় শেষ পর্যন্ত দেশে ফিরে যেতে হয়েছে তরুণ এই স্পিনারকে। ফলে প্রথম টেস্ট যে বশিরের খেলা হচ্ছে না তা নিশ্চিত।
ভারতে পা রাখার আগে আমিরাতে অনুশীলন করে ইংল্যান্ড। সেখান থেকে উড়াল দেয় ভারতে। কিন্তু পাকিস্তানি বংশোদ্ভূত অফস্পিনার শোয়েব বশির ভারতের ভিসা পাননি। এ নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন অধিনায়ক বেন স্টোকস।
ইংলিশ অধিনায়ক বেন স্টোকস বলেছেন, ‘বিশেষ করে অধিনায়ক হিসেবে এই ঘটনাকে বেশ হতাশাজনক বলব। আমরা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে স্কোয়াড ঘোষণা করেছিলাম, আর বশির এখনও ভারতের ভিসা পায়নি। দলে প্রথম কেউ সুযোগ পেয়ে এমন অভিজ্ঞতা কাম্য নয়। তার জন্য খারাপ লাগছে।’
স্টোকসের দাবি ভারতে আসতে এমন ভিসা জটিলতায় পড়তে হয় অনেক খেলোয়াড়কেই। বিরক্তি নিয়ে ৩২ বর্ষী তারকা বলেছেন, ‘এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া প্রথম ক্রিকেটার সে নয়। এমন অনেকের সঙ্গে খেলেছি, যারা এই পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। এটা হতাশার, যে খেলোয়াড়কে আমরা দলে নিয়েছি, ভিসা সমস্যায় তাকে এখনো পাইনি। বিশেষ করে সে একজন তরুণ ক্রিকেটার। এটা দুর্ভাগ্যজনক এবং হতাশার।’
ইংল্যান্ডের সারেতে জন্ম নেয়া শোয়েব বশির ব্রিটিশ পাসপোর্টধারী। কিন্তু পাকিস্তানি বংশোদ্ভূত হওয়ায় ভারতের ভিসা পেতে দেরি হচ্ছে তার। সমস্যাটা নতুন কিছু নয়। উপমহাদেশের দুই প্রতিবেশী দেশের বৈরী রাজনৈতিক সম্পর্কের কারণেই বশির এখনো যেতে পারেননি ভারতে।
এমন ঘটনা ঘটেছিল গত বছর অস্ট্রেলিয়ান ওপেনার উসমান খাজার সঙ্গেও। পাকিস্তানের ইসলামাবাদে জন্ম নেয়া খাজা সতীর্থদের সঙ্গে ভারতে পা রাখতে পারেননি সময়মতো। যদিও দেরিতে তাকে ভিসা দেয়া হয়েছিল।
হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আগামীকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি।