ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো'র ১০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক র্যালি
রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫
২৪ জানুয়ারী ২০২৪, ১:১৯ অপরাহ্ণ
গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় চলমান তীব্র শীতে বিপর্যস্ত অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে বর্ডার গার্ড বাংলাদেশ, সেক্টর সদর দপ্তর, দিনাজপুর এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক শীতবস্ত্র বিতরণ করা হয়। দিনাজপুর ব্যাটালিয়নের অধীনস্থ এনায়েতপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত ৩৫০জন অসহায় ও দরিদ্র মানুষদের মাঝে শীতবস্ত্র (কম্বল) এবং বাচ্চাদের জন্য ২০০টি মাফলার ও কানটুপি বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান, পিএসসি, রিজিয়ন কমান্ডার, উত্তর পশ্চিম রিজিয়ন, রিজিয়ন সদর দপ্তর, রংপুর।
এ সময় ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শফিকুজ্জামান বলেন, সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যে কোনো দুর্যোগ মোকাবেলায় সব সময়ই অসহায় ও বিপদাপন্ন জনগোষ্ঠীর পাশে দাড়িয়েছে। গত কিছুদিন যাবৎ শীতের তীব্রতা বেড়েই যাওয়ায় প্রচন্ড শীতে বিপর্যস্থ অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে।
সারাদেশে অসহায় ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এসব মানুষের পাশে এসে দাড়িয়েছে বিজিবি। সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে বিজিবি'র পক্ষ থেকে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
শীতবস্ত্র বিতরণ কালে সেক্টর কমান্ডার, বিজিবি, সেক্টর সদর দপ্তর, দিনাজপুর এবং দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক ও বিজিবি'র অন্যান্য কর্মকর্তা, স্থানীয় চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।