রবিবার, ২৬ জানুয়ারী, ২০২৫

ঝালকাঠিতে ২০ জন জেলেকে ছাগল ও খাবার বিতরণ


২৪ জানুয়ারী ২০২৪, ১২:৫৭ অপরাহ্ণ 

ঝালকাঠিতে ২০ জন জেলেকে ছাগল ও খাবার বিতরণ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ঝালকাঠির নলছিটিতে নিবন্ধিত ২০ জন জেলেকে ৪০টি ছাগল, একটি করে ছাগল থাকার ঘর ও এক মাসের খাবার বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে উপজেলা চত্বরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ উন্নয়ন প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপকরণ হিসেবে এসব বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কুমার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।