খুকৃবিতে ভেটেরিনারি অনুষদের দ্বিতীয় ব্যাচের শিক্ষা সফর
রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
২৩ জানুয়ারী ২০২৪, ৮:১৬ অপরাহ্ণ
বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দশটিকা গ্রামের তাজুল ইসলামের ছেলে তাজবীর রহমান (১৪) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে বারপুর সোনাপাড়ায় গ্লীল ওয়ার্কশপে শ্রমিক হিসেবে কাজ করতো।
আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার বারপুর উত্তরপাড়া একটি কবরস্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে তার ব্যবহত সাইকেল পাওয়া যায়নি।
নিহত তাজবীরের মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা, গতকাল সোমবার (২২ জানুয়ারি) রাতের কোন একসময় দুর্বৃত্তরা ছুরিকাঘাতে তাজবীরকে হত্যা করেছে। তার শরীরে একাধিক স্থানে ছুরিকাঘাত করা হয়েছে।
নিহত তাজবীরের মা মুক্তা বেগম বলেন, প্রতিদিন ওয়ার্কশপে কাজ শেষে রাত ৮ টার মধ্যেই সে সাইকেল নিয়ে বাড়ি ফেরে। সারারাতেও তাজবীর বাড়ি আসেনি। রাতেই আত্মীয় স্বজনদের কাছে খোঁজ করেছিলাম কিন্তু কেউ কোন তথ্য দিতে পারেনি। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে একটি লাশ উদ্ধারের খবর পাই। এসে দেখি আমার ছেলেকে মেরে ফেলছে। তার ব্যবহৃত সাইকেল পাওয়া যায়নি।
বগুড়া সদর থানা পুলিশের ওসি সাইহান ওলিউল্লাহ এ বিষয়ে বলেন, বারপুর-দশটিকা সড়ক থেকে অনেক ভেতরে কবরস্থানে কিশোরের মরদেহ পাওয়া গেছে। ছুরিকাঘাতে তাকে হত্যা করা হয়েছে। তবে শুধু সাইকেল ছিনতাই নাকি অন্য কোন কারণে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তদন্ত শেষে বলা যাবে।