
তথ্য চাওয়ায় সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
১৯ আগস্ট ২০২৩, ২:১৬ অপরাহ্ণ
সরকার পেনশন স্কিমের নামে 'মানুষের টাকা চুরির নতুন ফন্দি' করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর দয়াগঞ্জে বিএনপির গণমিছিলপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বেপাস মন্তব্য করেন।
বিএনপি মহাসচিব বলেন, 'কিছু নাই, দেশটাকে ফোকলা বানিয়েছে বর্তমান আওয়ামী (সরকার)। এখন আবার আরেকটা নতুন কায়দা বের করেছে- পেনশন স্কিম। মানুষের টাকা চুরির আরেকটা নতুন ফন্দি বের করেছে। ওই টাকা চুরি করে নির্বাচন করতে চায়। মানুষ এবার তা হতে দেবে না।'
আন্দোলনে ভীতসন্ত্রস্ত হয়ে সরকার বিএনপি নেতা কর্মীদের নির্বিচারে গ্রেপ্তার করছে বলে অভিযোগ করেন ফখরুল। তিনি বলেন,আন্দোলনের 'ভয়ে মুখ শুকিয়ে গেছে। টেলিভিশনে দেখবেন এখন মুখে হাসি নাই, চকচকা কাপড় এখন কম পরে।'
পুলিশকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুলিশের বড় ৯ অফিসার আমেরিকায় যেতে পারেন না। সেখানে সম্পদ কীভাবে রক্ষা করবেন, সেই চিন্তায় রাতে তাদের ঘুম হয় না। আমরা বলতে চাই পুলিশের মাঠ পর্যাযের কর্মীরা দুর্নীতি করেন না।
সেসময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবি জানান ফখরুল। অন্যথায় সরকার পালানোর পথ খুঁজে পাবে না বলেও হুশিয়ারি দেন তিনি।