শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ ব্যাংকের বরখাস্তকৃত কর্মকর্তা গ্রেফতার


২৩ জানুয়ারী ২০২৪, ৪:৩৫ অপরাহ্ণ 

বাংলাদেশ ব্যাংকের বরখাস্তকৃত কর্মকর্তা গ্রেফতার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাংলাদেশ ব্যাংকের বরখাস্তকৃত সহকারী পরিচালক (মানবসম্পদ) মোস্তাফিজুর রহমান ফিজু (৫৩) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে রিপোর্টটি লেখার সময় থানা থেকে বের করে তাকে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা হয় পুলিশ।

জানা গেছে, একটি মামলায় আদালতে সাজাপ্রাপ্ত হওয়ায় তাকে গতকাল সোমবার (২২ জানুয়ারি) রাতে ঢাকা থেকে আটক করা হয়। এরপর তাকে ফরিদপুরের কোতোয়ালি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আব্দুল গাফফার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জানা যায়, প্রথম স্ত্রীর খোরপোশ ও সন্তানের ভরণপোষণ না দেয়ায় মোস্তাফিজুর রহমান ফিজুর বিরুদ্ধে ২০১৩ সালে আদালতে মামলা করেন তার স্ত্রী মাকসুদা আক্তার। ওই মামলায় ঢাকার ২য় অতিরিক্ত পারিবারিক আদালতের বিচারক ফারিয়া নওশীন বন্বি ওই মামলার রায়ে স্ত্রীর দেনমোহর ও খোরপোশ বাবদ এককালীন ৪ লাখ ৮ হাজার টাকা এবং নাবালক সন্তানের ভরণপোষণের জন্য প্রতি মাসে ৫ হাজার টাকা প্রদানের আদেশ দেন। এই আদেশের বিরুদ্ধে আপিল করলে ২০১৭ সালে তা খারিজ করে দেন আদালত।

মামলার বাদী মাকসুদা আক্তার বলেন, ‘আদালতে রায় থাকা সত্ত্বেও এ পর্যন্ত খোরপোশ বা ভরণপোষণের কোনো টাকাই তাকে দেননি মোস্তাফিজুর রহমান। এমনকি তিনি আদালতেও হাজির হতেন না। এ অবস্থায় আবারও আদালতের শরণাপন্ন হলে ২০২২ সালের জুলাইয়ে আদালত তাকে (মোস্তাফিজুর রহমান) এক মাসের কারাদণ্ড প্রদান করেন। এরপর গ্রেফতারি পরোয়না জারি করা হয়।’

উল্লেখ্য, মোস্তাফিজুর রহমান ফিজুর বাড়ি কুষ্টিয়া জেলায়। ২০১০ সালে মাদক সংক্রান্ত মামলায় জড়িত হয়ে তিনি বাংলাদেশ ব্যাংকের চাকরি থেকে বরখাস্ত হন। প্রথম স্ত্রীর সাথে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরে তিনি ফরিদপুরে শহরের দক্ষিণ ঝিলটুলীতে এসে দ্বিতীয় বিয়ে করেন। তার প্রথম স্ত্রীও একটি বেসরকারি ব্যাংকের একজন কর্মকর্তা।