রবিবার, ১০ নভেম্বর, ২০২৪

পাবিপ্রবিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত


২২ জানুয়ারী ২০২৪, ৮:০৬ অপরাহ্ণ 

পাবিপ্রবিতে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) রসায়ন সমিতির আয়োজনে, রসায়ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘টুওয়ার্ডস হায়ার স্টাডি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ভবনের ৪০১ নং কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

রসায়ন বিভাগের চেয়ারম্যান মো. ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ওয়াসেডা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মো. মাহমুদুল হাসান। এছাড়াও সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের প্রভাষক মো. কাওসার হোসাইন, স্কয়ার ফার্মাসিটিক্যালসের সিনিয়র এক্সিকিউটিভ জুলফিকার নয়ন ও এক্সিকিউটিভ সুপ্রিয় শর্মা।

শুরুতেই অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান বিভাগের শিক্ষার্থীরা। এরপর রসায়ন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোছা. ইমা খাতুনের সঞ্চালনায় সেমিনারে বক্তারা বক্তব্য প্রদান করেন।

এরপর প্রধান বক্তা ড. মো. মাহমুদুল হাসান উচ্চশিক্ষার জন্য জাপানে কিভাবে স্কলারশিপ পাওয়া যায়, সেই বিষয়ে সম্পূর্ণ একটি ধারণা দেন। প্রতিটি বিষয় কিভাবে মেইনটেইন করতে হবে, যোগ্যতা কেমন থাকা দরকার, কিভাবে অধ্যাপকদের সাথে যোগাযোগ করতে হয়, সেই বিষয়ে সুনির্দিষ্ট ধারণা দেন।

কোন স্কলারশিপ ভালো হবে, জাপানে উচ্চশিক্ষার জন্য তা তিনি বিষদভাবে আলোচনা করেন। তার প্রেজেন্টেশন শেষে তিনি শিক্ষার্থীদের প্রশ্নের জবাব দেন।

সেমিনারের আয়োজন এবং প্রতিপাদ্য বিষয় নিয়ে জানতে চাইলে বিভাগীয় চেয়ারম্যান মো. ফারুক আহমেদ বলেন, আমাদের অনেক স্টুডেন্ট উচ্চশিক্ষার জন্য এখন প্রস্তুতি নিচ্ছে। তাদের উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে কোনো প্রকার যেন প্রতিবন্ধকতা না থাকে এবং যেকোনো সমস্যা বা প্রশ্ন যেন তারা জানাতে ও বুঝে নিতে পারে, তাই এই সেমিনারের আয়োজন।

সেমিনার সম্পর্কে জানতে চাইলে বিভাগের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী প্রিতম কুন্ডু জানান, সেমিনারটির উপস্থাপনা থেকে শুরু করে জাপানে উচ্চশিক্ষার গাইডলাইন যথেষ্ট উপকারী ছিল। আমি সহ আমার যারা জুনিয়র জাপানে  উচ্চশিক্ষার(পিএইচডি)জন্য যেতে ইচ্ছুক, তারা গাইডলাইন পেয়েছি।

সেমিনারে সমিতির সহ-সভাপতি ইশারত হোসেন, সাধারণ সম্পাদক মো. শরীয়তউল্লাহ, সমিতির সকল সদস্য’সহ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।