রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

সাংবাদিক পলাশ খানের উপর রাতের আধারে সন্ত্রাসী হামলা


২২ জানুয়ারী ২০২৪, ৬:৫০ অপরাহ্ণ 

সাংবাদিক পলাশ খানের উপর রাতের আধারে সন্ত্রাসী হামলা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

শরীয়তপুরে কর্মরত আজকের প্রসঙ্গের প্রতিনিধি মো. পলাশ খান সন্ত্রাসী হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন।

আহত সাংবাদিক পলাশ খান সংবাদ সংগ্রহের কাজ শেষ করে রাত সোয়া ১০ টার সময় বাসায় ফেরার পথে জাজিরা শাহী মসজিদ ভি আই পি মহল্লা এলাকায় গেলে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তার উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয় সাংবাদিকরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ঘটনার সত্যতা স্বীকার করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আমরা ঘটনা শুনতে পেরে ঘটনা স্থলে গিয়ে মারধরের আলামত পেয়েছি। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ করেছে ভুক্তভোগী সাংবাদিক। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, সাংবাদিক পলাশ খানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শরীয়তপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকগণ।