বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

নরসিংদীর হাড়িধোয়া নদী অবৈধ দখলমুক্ত করতে অভিযান


২২ জানুয়ারী ২০২৪, ৬:৪২ অপরাহ্ণ 

নরসিংদীর হাড়িধোয়া নদী অবৈধ দখলমুক্ত করতে অভিযান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নরসিংদীর হাড়িধোয়া নদীতে অবৈধ দখল মুক্ত করতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। আজ সোমবার (২২ জানুয়ারি) সকাল থেকে এই অভিযান পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ পারভেজ, জেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান কাউসার জানান, হাড়িধোয়া নদীতে ৬ জন ব্যক্তি অবৈধভাবে ভবন তৈরী করেছেন। এরই প্রেক্ষিতে তাদের নোটিশ প্রদানের পরও তা অপসারণ না করায় জেলা প্রশাসক ড. বদিউল আলম স্যারের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়।