উচ্চশিক্ষায় আগ্রহী কুবি শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দিচ্ছেন মেরী
বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
২২ জানুয়ারী ২০২৪, ৬:৩৫ অপরাহ্ণ
বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের 'এক যুগ পূর্তি' অনুষ্ঠান।
আজ সোমবার (২২ জানুয়ারি) বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি মধ্যে দিয়ে উক্ত অনুষ্ঠানের সূচনা হয়। উল্লেখ্য রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ প্রতিষ্ঠিত হয় ২০১১ সালের ২১ জানুয়ারি। এরপর কবি হেয়াত মাহমুদ ভবনের সামনে থেকে আনন্দ র্যালির বের করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিজয় সড়ক প্রদক্ষিণ করে কবি হেয়াত মাহমুদ ভবনের সামনে শেষ হয়।
আনন্দ র্যালি শেষে কেক কাটার মাধ্যমে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের জন্মবার্ষিকী উদযাপন করা হয়। এই সময় কবি হেয়াত মাহমুদ ভবনের সামনে "শতবর্ষে আবুল মনসুর আহমদের সাংবাদিকতা" বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ নজরুল ইসলাম।
আলোচনা সভায় আবুল মনসুর আহমদের প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক, সাংবাদিক ও প্রাবন্ধিক ড. কাজল রশীদ শাহীন। প্রধান অতিথি ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ; বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, প্রফেসর ড. মোঃ মোরশেদ হোসেন; আলোচক হিসেবে ছিলেন তাবিউর রহমান প্রধান, সহযোগিতা অধ্যাপক গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ইমরান মাহফুজ, কবি ও আহ্বায়ক আবুল মনসুর আহমদ স্মৃতি পরিষদ।
এই সময় আলোচক ইমরান মাহফুজ বলেন, দেশে সহজ সরল মানুষ আছে বলেই আজ আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। সহজ সরল মানুষকে দিয়ে সব কাজ করা সম্ভব।" গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী জাবেদ হোসাইন শান্ত বলেন "আমাদের বিভাগের এটি প্রথম যুগ পূর্তি অনুষ্ঠান, আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে গর্বিত এবং ধন্য মনে করছি"।
এরপর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে 'এক যুগ পূর্তি' অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।