রবিবার, ৬ অক্টোবর, ২০২৪

মানিকগঞ্জে শীতার্ত মানুষের মাঝে সোনালী ব্যাংক পিএলসির শীতবস্ত্র বিতরণ


২২ জানুয়ারী ২০২৪, ৪:৫১ অপরাহ্ণ 

মানিকগঞ্জে শীতার্ত মানুষের মাঝে সোনালী ব্যাংক পিএলসির শীতবস্ত্র বিতরণ
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ৩৫০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে সোনালী ব্যাংক পিএলসি। আজ সোমবার (২২ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে কম্বলগুলো বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হরিরামপুরের শীতার্ত মানুষের জন্য উষ্ণতার হাত বাড়ানোর জন্য সোনালী ব্যাংক পিএলসিকে ধন্যবাদ জানাচ্ছি।

অনুষ্ঠানে সোনালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজার এ কে এম সেলিম আহমেদ বলেন, সারাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি থানায় আমরা কম্বল বিতরণ করেছি। ৭৫ লক্ষ টাকার কম্বল বিতরণ করা হচ্ছে। আজকেও হরিরামপুরের পাশাপাশি মুন্সিগঞ্জের শ্রীনগরে কম্বল বিতরণ করা হচ্ছে। দোয়া করবেন, সোনালী ব্যাংক যেন সকল সংকটে মানুষের পাশে দাঁড়াতে পারে।

বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সোনালী ব্যাংক পিএলসির জেনারেল ম্যানেজার মো. আরশেদ হোসেন, ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রোকনুজ্জামান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ নুর এ আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিকুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ হাসান ইমাম বাবু, সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ।