সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫

প্রথম বৈদ্যুতিক চার্জিং স্টেশনের যাত্রা শুরু


১৭ আগস্ট ২০২৩, ৪:১৩ অপরাহ্ণ 

প্রথম বৈদ্যুতিক চার্জিং স্টেশনের যাত্রা শুরু
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ফাস্ট চার্জিং প্রযুক্তি ব্যবহার করে একটি বৈদ্যুতিক গাড়ি ৪০ থেকে ৪৫ মিনিটে পুরোপুরি চার্জ করা সম্ভব হবে। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) সহায়তায় অডি বাংলাদেশ-প্রোগরেস মোটর ইমপোর্টস লিমিটেড  তেজগায়ের কার্যালয়ে বৈদ্যুতিক চার্জিং স্টেশন (ইভি চার্জিং)প্রথমবার চালু করল।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান বুধবার (১৬) আগস্ট দেশের  প্রথম চার্জিং স্টেশনটি  উদ্ভোধন করেন । এসময় উপস্থিত ছিলেন টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন করত্রীপক্ষের (স্রেডা) চেয়াম্যান মুনীরা সুলতানা, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বিকাশ দেওয়ান, অডি বাংলাদেশ-প্রোগরেস মোটর ইমপোর্টসের পরিচালক (অর্থ) মো. হাসিব উদ্দিন প্রমুখ।

সেসময় তিনি আরও বলেন, ডিজেলে এক লিটারে গাড়ি চলে ১০ কিলোমিটার। প্রতি কিলোমিটার খরচ পড়ে ১৩ টাকা। কিন্তু বৈদ্যুতিক চার্জে গাড়ি প্রতি কিলোমিটারে  আড়াই টাকা থেকে দুই টাকা ৯০ পয়সা খরচ পড়বে। ২০৩৫ সাল নাগাদ বাংলাদেশের সব জায়গায় ইলেকট্রিক গাড়ি চলবে মন্তব্য করে বিদ্যুৎ সচিব বলেন, পৃথিবীর উন্নত দেশগুলোতে এখন বৈদ্যুতিক গাড়ি ব্যবহার করে। আমাদেরও ক্রমান্বয়ে সেদিকে যেতে হবে। ইলেকট্রিক্যাল ভেহিক্যাল চার্জিং গাইড লাইন অনুমোদন হয়েছে। আশা করছি সারাদেশে ইভি চার্জিং স্টেশন চালু হয়ে যাবে।