শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

মোরেলগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


২১ জানুয়ারী ২০২৪, ৭:৫৩ অপরাহ্ণ 

মোরেলগঞ্জে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাগেরহাটের মোরেলগঞ্জে ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৫টার দিকে সপ্তাহব্যাপী এ অনুষ্ঠানের সমাপনি দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ।

অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান ও পৌরসভা মেয়র এসএম মনিরুল হক তালুকদার।

অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, সাধারণ সম্পাক এম এমদাদুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম ও প্রধান শিক্ষক আব্দুল মালেক হাওলাদার। এবারের ক্রীড়া প্রতিযোগিতায় মাধ্যমিক স্তরের ১৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছ।