বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

টানা দেড় দিন গ্যাস বিচ্ছিন্ন থাকার পর নতুন সমস্যার কথা জানালেন মন্ত্রণালয়


২১ জানুয়ারী ২০২৪, ৬:২৪ অপরাহ্ণ 

টানা দেড় দিন গ্যাস বিচ্ছিন্ন থাকার পর নতুন সমস্যার কথা জানালেন মন্ত্রণালয়
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

টানা দেড়দিন চট্টগ্রাম নগরীতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকায় জনসাধারণের ভুগান্তির পর আবারও আরেক নতুন বার্তা দিলেন মন্ত্রণালয়। গত শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে গতকাল শনিবার (২০ জানুয়ারি) বিকাল পর্যন্ত চট্টগ্রাম নগরীতে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়।

যদিও পূর্বের কোনো নির্দেশনা দেওয়া হয়নি মন্ত্রণালয় থেকে। হঠাৎ গ্যাস সংযোগ বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়তে হয় নগরবাসীকে। এছাড়াও গ্যাসচালিত পরিবহন ও কলকারখানা জ্বালানির অভাবে বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে কর্তৃপক্ষ জানায়, "মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনাল কারিগরি ত্রুটির জন্য গ্যাস সরবারহ বন্ধ রাখা হয়।"

এ সংকট মোকাবিলার পর নতুন এক বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশখালীর LNG FSRU এর কারিগরি ত্রুটির কারণে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটছে। এর ফলে বর্তমানে গ্যাসভিত্তিক বিদ্যুৎ  কিছুটা কম উৎপাদন হচ্ছে। বিষয়টি গুরুত্বের সাথে অতি সত্তর সমাধানে কাজ করছে মন্ত্রণালয়।

এই পরিস্থিতিতে দেশের কিছু কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ নিরবচ্ছিন্ন হতে পারে। গতকাল শনিবার (২০ জানুয়ারি) সতর্কতা জানিয়ে মন্ত্রণালয় থেকে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ফলে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে এর প্রভাব দেখা যেথে পারে।