বাগেরহাটে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার নিহত
বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
২১ জানুয়ারী ২০২৪, ৫:৫৫ অপরাহ্ণ
ফরিদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবির, অতিরিক্ত পুলিশ সুপার, এমদাদ হোসেন, সিভিল সার্জন সিদ্দিকুর রহমান, রাজেন্দ্র কলেজের অধ্যাপক অসীম কুমার সাহা, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, সরকারী ও বেসরকারী বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান এবং দপ্তর প্রতিনিধি বৃন্দরা।
উন্নয়ন সমন্বয় কমিটির সভায় সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তরের উন্নয়ন প্রকল্প কাজের অগ্রগতি নিয়ে আলোচনা এবং আগামী দিনের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।