রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক


২০ জানুয়ারী ২০২৪, ৮:৫০ অপরাহ্ণ 

ইয়াবা ট্যাবলেটসহ যুবক আটক

৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট | ছবি: আজকের প্রসঙ্গ

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

ঝালকাঠিতে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ রিয়াজ মৃধা (৪১) নামে এক যুবককে আটক করেছে ডিবি পুলিশ।

শনিবার (২০ জানুয়ারী) ঝালকাঠি পৌরসভার নেছারাবাদ দারুল কায়েদ তাহীলি মাদ্রাসা সংলগ্ন তোলাবা টেইলার্স দোকানের সামনে থেকে ঝালকাঠি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করা হয়। আটককৃত রিয়াজ বাসন্ডা এলাকার মোঃ দেলোয়ার মৃধার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।

ডিবি ওসি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চলিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। আটককৃতর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে শনিবার ঝালকাঠি সদর থানায় মামলা দায়ের করে তাকে আদালত প্রেরণ করা হয়েছে। মাদক বিরোধী অভিযান অব‍্যাহত থাকবে।