৭৪ বছরে পা রাখলো মোংলা বন্দর
মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
২০ জানুয়ারী ২০২৪, ৮:১৬ অপরাহ্ণ
‘ সাকুচিয়া সুপার লিগ ক্রিকেট- ২০২৪’ | ছবি: আজকের প্রসঙ্গ
গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন |
যুব সমাজকে মাদক ও জুয়া থেকে দূরে রাখতে মানিকগঞ্জের হরিরামপুরে অনুষ্ঠিত হলো ‘ সাকুচিয়া সুপার লিগ ক্রিকেট- ২০২৪’।
শনিবার (২০ জানুয়ারি) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত হরিরামপুরের এস, এস, ক্লাবে এর মাঠে ক্রিকেট খেলার আয়োজনে দিনব্যাপী এ লীগ অনুষ্ঠিত হয়।
আয়োজক কমিটি জানায়, রেজিস্ট্রেশনের মাধ্যমে ৪৪ জন খেলোয়াড় চারটি দলে ভাগ হয়ে দিনব্যাপী এ টুর্নামেন্টে অংশ নেয়। দুটি গ্রুপে ভাগ হয়ে খেলা হয় নক আউট কোয়ালিফাই পদ্ধতিতে।
উক্ত খেলায় চারটি দলে বিভক্ত হইয়ে খেলেন স্টাইকিং ফ্যালকন, লাকী স্টাইকার্স, প্রিন্স এলিভেন ও ব্রাদার্স স্কোয়াড। খেলায় প্রিন্স এলিভেন কে পরাজিত করে ৩০ রানে জয়লাভ ব্রাদার্স স্কোয়াড।
পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, এস এস ক্লাবের সভাপতি মোঃ ফারুক শিকদার এবং সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম জসিম ও (সৌদি আরব প্রবাসী)গাজী আরিফ, বিপ্লব মোল্লা, হৃদয় মোল্লা , রাব্বি মোল্লা, মেহেদী, নাঈম, শামীমসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।