বাগেরহাটে ট্রাকের ধাক্কায় অপর ট্রাকের হেলপার নিহত
বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
২০ জানুয়ারী ২০২৪, ৭:৩৮ অপরাহ্ণ
সয়াবিন তেলের বিকল্প হিসেবে দেশে উৎপাদিত ভোজ্য তেল সরিষার তেলের ব্যবহার বাড়ায় বেড়েছে আবাদ। একারণে গতবছরের তুলনায় কয়েক হাজার হেক্টর বেশি জমিতে বিভিন্ন জাতের সরিষা চাষ করেছে ফরিদপুরের কৃষকেরা। বতর্মানে সরিষার তেলে চাহিদা বেড়ে যাওয়া আর স্বল্প খরচে ও অল্প সময়ে ভাল ফলন হওয়ায় কৃষিকের আগ্রহ বেড়েছে সরিষা চাষে।
সরেজমিনে ফরিদপুর সদর ও সালথা উপজেলার অন্তর্ভুক্ত ইউনিয়ন মাঠে গিয়ে দেখা যায় কোন জাত দুই আবার কোনটা তিন থেকে চার ফুট উচু সরিষা গাছ এখন ফুল ফুটেছে। হলুদ ফুলে ফুলে ভড়ে উঠেছে মাঠ। বাতাসে দোল খাচ্ছে ফুলে ভরা সরিষার গাছ। বারি-১৪, ১৫, ১৬, ১৭, বিনা-৪,৮,৯সহ টরি-৭ জাতের সরিষা চাষ করেছে চাষীরা। ভোজ্য তেল হিসাবে খাটি সরিষার তেলের চাহিদা বেড়েছে অনেক। উচ্চ ফলনশীল জাত হওয়া ফলও ভাল হওয়ার আশা চাষীদের।
কয়েকজন সরিষা চাষী জানান, বোরো ধান রোপনের আগে কম সময়ে একটি বাড়তি ফসল আবাদ করতে কৃষি বিভাগ আমাদের পরামর্শ দিয়েছে। আবহাওয়া ভাল থাকলে সরিষার বীজ বোপনের মাত্র ৮০-৯০ দিনের মধ্যে সরিষা গাছ তুলে ফেলা যায়। বিঘা প্রতি সরিষা চাষে ৭ থেকে ৮ হাজার টাকা খরচ হয়ে থাকে। বৈরী আবহাওয়া না হলে এই ফসলের ফলন বিঘা প্রতি ৫-৬ মণ সরিষা বীজ পাওয়া যায়।
ফরিদপুর সদর উপজেলার কৃষি কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, দেশীয় বাজারের ভোজ্য তেলের দর বৃদ্ধিতে এবার ফরিদপুরে বেড়েছে ফরিদপুরে সরিষার চাষ । রবি মৌসুমের ফসল হিসাবে কৃষকের আগ্রহ বেড়েছে সরিষা চাষে। জেলার নয়টি উপজেলার প্রায় প্রতিটি মাঠেই এবার আবাদ বেড়েছে সরিষার। সার, ওষুধ, পানি ও অল্প পরিচর্যায় এবং সরকারি প্রনোদনা পাওয়ায় দিন দিন সরিষা আবাদে ঝুকছে চাষীরা। জেলার নথচ্যানেল, ডিক্রিরচর, গোলডাঙ্গীচরসহ বিভিন্ন মাঠে এক অপরূপ শোভা ছড়াছে সরিষা ফুলে।
জেলা কৃষি সম্প্রারণ অধিদপ্তরের তথ্যমতে এ মৌসুমের জেলায় ১৪ হাজার ৮৪২ হেক্টর জিমিতে সরিষার আবাদ হয়েছে। যা থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে হেক্টর প্রতি ১ হাজার ৩৬০ কেজি (১.৩৬ টন)। বর্তমান বাজার মূল্য মণপ্রতি ৩ হাজারের অধিক । সেই হিসাবে এই মৌসুমেই ১৫১ কোটি ৩৮ লক্ষাধিক টাকার সরিষা উৎপাদন করবে জেলার চাষীরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম জানান, অল্পখরচে ভাল লাভ হওয়ায় বেশি ক্ষেতে সরিষার চাষ করা হয়েছে । গত মৌসুমের তুলনায় ফরিদপুরে এবছর ২হাজারের বেশি হেক্টর জমিতে বিভিন্ন জাতের সরিষার আবাদ হয়েছে। যা থেকে আশা করা হচ্ছে উৎপাদন হবে ৫ লক্ষ ৪ হাজার ৬২৮ মন। জেলার চাষীরা যেখানে দুই ফসল ফলাতো, সেখান এখন তিন ফসল চাষাবাদ করছেন। এতে তারা বাড়তি লাভের মুখ দেখছেন।