শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত


২০ জানুয়ারী ২০২৪, ১২:০৮ অপরাহ্ণ 

সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

খাগড়াছড়ির মানিকছড়িতে মোটরসাইকেল-মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আব্দুর রহিম (২৮) নামের এক যুবক নিহত হয়েছে।

গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুর দেড়টায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের জামতল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম উপজেলার লেমুয়া এলাকার মৃত আবু বক্করের ছেলে।

স্থানীয়রা জানান, মাটিরাঙ্গা থেকে মোটরসাইকেল চালিয়ে মানিকছড়ি ফিরছিলেন আব্দুর রহিম। পথিমধ্যে জামতল এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা মিনি পিকআপের সংঘর্ষ হয়। এতে আব্দুর রহিম মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দিন বলেন, নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনার পর মিনি পিকআপটিকে আটক করে থানায় নেয়া হয়েছে।