শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

চকবাজারের সোলায়মান টাওয়ারে অগ্নিকাণ্ড, পুড়ল ৩টি দোকান


২০ জানুয়ারী ২০২৪, ১১:৪৭ পূর্বাহ্ণ 

চকবাজারের সোলায়মান টাওয়ারে অগ্নিকাণ্ড, পুড়ল ৩টি দোকান
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

রাজধানীর চকবাজারে একটি ভবনে আগুন লেগে ৩টি দোকান পুড়ে গেছে। শনিবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে সোলায়মান টাওয়ারের নিচ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, সকাল ৮টা ৫৯ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায় ৯টা ৫ মিনিটে। লালবাগ, পলাশী ব্যারাক ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে ৯টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ভবনটির নিচতলায় ২টি দোকানে আগুন দেখতে পায় ফায়ার সার্ভিস। নিয়ন্ত্রণ নিতে নিতে ৩টি দোকানে আগুন ছড়িযে পড়ে। এতে ৩টি দোকানই পুড়ে গেছে। একটি ফার্মেসিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে ফার্মেসি, ব্যাগ ও অর্নামেন্টসের ৩টি দোকান।