বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

কিশোরীর গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার


১৯ জানুয়ারী ২০২৪, ৭:১৪ অপরাহ্ণ 

কিশোরীর গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবি, যুবক গ্রেপ্তার
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাগেরহাটের ফকিরহাটে এক কিশোরীর (১৩) গোপনে গোসলের ভিডিও ধারণ করে দুই লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় পুলিশ অহিদ মোড়ল (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। আজ শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে ওই কিশোরীর বাবা বাদী হয়ে একজনের নামসহ দুজনকে অজ্ঞাতনামা আসামি করে ফকিরহাট থানায় পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।

গ্রেপ্তার অহিদ মোড়ল উপজেলার হোগলডাঙ্গা গ্রামের নিজাম মোড়লের ছেলে। তিনি পেশায় দিনমজুরের কাজ করেন।

পুলিশ জানায়, ১৩ জানুয়ারি রাত ১টার দিকে ওই কিশোরীর বাড়িতে কে বা কারা দরজার সামনে একটি প্যাকেট রেখে যান। কিশোরীর বাবা বাইরে বের হলে ওই প্যাকেটি দেখতে পান। প্যাকেটি খুলে তিনি দেখেন একটি চিরকুট ও একটি মেমোরি কার্ড রয়েছে।

তিনি চিরকুটটি পড়েন। সেখানে লেখা ছিল ‘মেমোরি কার্ডটি একজন মেয়েকে দেখবেন। এ ছাড়া ১৮ জানুয়ারি রাত ৮টার দিকে মান্দার এলাকার যেকোনো স্থানে একটি সাদা ব্যাগ থাকবে। ব্যাগের ভেতর একটা চিঠি থাকবে। ওই ব্যাগের মধ্যে দুই লাখ টাকা রেখে চিঠিটি নিয়ে চলে যাবেন। তা না হলে ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়া হবে।’

পরদিন ১৪ জানুয়ারি সকালে কিশোরীর বাবা মেমোরি কার্ডটি চালু করে দেখেন সেখানে তাঁর মেয়ের গোসলের আপত্তিকর ছবি ও ভিডিও রয়েছে।

তিনি চিঠির কথামতো গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ৮টার দিকে একটি ব্যাগে করে কাগজ দিয়ে টাকা বানিয়ে খামে ভরে ওই মান্দারতলা এলাকায় রেখে আসেন। এ সময় তিনিসহ অন্য লোকজন আশপাশে পাহারা দিতে থাকেন। কিছু সময় পর একটি লোক ব্যাগটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় স্থানীয়রা তাঁকে আটক করেন। পরে অহিদ মোড়লকে পুলিশের কাছে সোপর্দ করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। আজ আসামিকে বাগেরহাট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মামলাটি তদন্তাধীন রয়েছে।