শনিবার, ২ নভেম্বর, ২০২৪

লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী


১৯ জানুয়ারী ২০২৪, ৭:০৫ অপরাহ্ণ 

লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিদর্শনে | ছবি: আজকের প্রসঙ্গ

  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ বারদীর শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিদর্শনে আসেন নবনিযুক্ত স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন। ১৯ জানুয়ারী শুক্রবার সকালে তিনি আশ্রম পরিদর্শন করেন এবং পরে সাংবাদিক এবং স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে মতোবিনিময় করেন।

সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, দায়িত্ব গ্রহণের করে একদিনেই সব সমস্যার সমাধান করা সম্ভব না, পরিকল্পনা মাফিক স্বাস্থ্য সেবার মান উন্নয়ন করতে হবে। স্থানীয় পর্যায়ে যেসকল হাসপাতালগুলো লাইসেন্স ও অনুমতি নেই আর অবকাঠামো নেই সেসব হাসপাতাল বন্ধ করতে হবে।

তিনি আরও বলেন, ঘন শিল্প এলাকা হওয়ায় নারায়ণগঞ্জে প্রায়ই দুর্ঘটনা ঘটে। আগুনে পোড়া অনেক রোগীকে ঢাকায় চিকিৎসা নিতে হয় ফলে ঢাকায় রোগীর চাপ যেমন বাড়ে তেমনই রোগীর স্বাস্থ্যসেবাও সময় ও ব্যয়সাপেক্ষ হয়। তাই নারায়ণগঞ্জের কোনো হাসপাতালে বার্ন ইউনিট খোলা যায় কিনা আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চিন্তা করছি, এর আগে যে হাসপাতালে বার্ন ইউনিট খোলা হবে সে হাসপাতালের চিকিৎসকরা ঢাকার বার্ন চিকিৎসা সম্পর্কে ট্রেনিং পাবে। তাছাড়া সারাদেশের প্রতিটি জেলায় বার্ন ইউনিট কেন্দ্র প্রতিষ্ঠার সরকারি পরিকল্পনা রয়েছে বলে মন্ত্রী জানান।

ডা. সামন্ত লাল সেন এর লোকনাথ ব্রাহ্মচারী আশ্রম পরিদর্শন কালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, জেলা সিভিল সার্জন জনাব মশিউর রহমান, সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান সামসুল ইসলাম ভুঁইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপন দেবনাথ, পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, বারদী শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী আশ্রমের সভাপতি আশোক মাধব রায় সহ স্থানীয় আরো অনেকে।