বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

বাগেরহাটে কৃষি জমিতে লবন পানির প্রবেশ ঠেকাতে মতবিনিময় সভা


১৮ জানুয়ারী ২০২৪, ৭:২১ অপরাহ্ণ 

বাগেরহাটে কৃষি জমিতে লবন পানির প্রবেশ ঠেকাতে মতবিনিময় সভা
  গুগল নিউজে ফলো করে আজকের প্রসঙ্গ এর সাথে থাকুন

বাগেরহাটে কৃষি জমিতে লবন পানির প্রবেশ ঠেকাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই সভা হয়। সভায় কৃষক, জমির মালিক, মৎস্যচাষী, জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা, সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

কৃষকরা জানান, বাগেরহাট সদর উপজেলার শসীখালী ও বাদোখালী বিলের প্রায় ২০ হাজার হেক্টর জমি ৩০ বছর ধরে লবন পানির কারণে অনাবাদী ছিল। লবন পানির প্রবেশ ঠেকানোর ফলে গেল দু-বছর ধরে আমন, বোরোসহ সবজির উৎপাদনে সফলতা এসেছে। পাশাপাশি সাদা মাছ ও গলদা চিংড়ির উৎপাদন বেড়েছে। প্রতিবছর যদি এভাবে লবন পানি আটকে রাখা যায়, তাহলে কৃষক ও জমির মালিকরা লাভবান হবেন। এজন্য ওই অঞ্চলে থাকা স্লুইস গেটগুলো নিয়ন্ত্রণের দাবি জানান কৃষকরা।

ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চু বলেন, অতিমুনাফালোভী এক শ্রেনির মানুষ লবন পানি ঢুকিয়ে ধান ও কৃষির ক্ষতি করে আসছিল। এলাকাবাসীকে সাথে নিয়ে গেল দুই বছর ধরে আমরা লবন পানি বন্ধ করে দিয়েছি। যার ফলে শুধু শসীখালীর বিলে ৫ হাজার একর জমি চাষের আওতায় এসেছে। এবছরও অনাবাদি জমিতে চাষাবাদের জন্য সকলের উদ্যোগে লবন পানি টেকানো হবে বলে জানান এই জনপ্রতিনিধি।

কৃষকদের সাথে একাতত্বতা প্রকাশ করে মতবিনিময় সভায় উপস্থিত বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুজ্জামান বলেন, লবন পানি যাতে প্রবেশ না করে সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে। পাশাপাশি যেসব খালের নাব্যতা সংকট রয়েছে, সেব খাল খননের জন্য ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন এই কর্মকর্তা।